Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেঁচে গেলেন প্রধানমন্ত্রী

হাইতিতে কারাগার ভেঙে পালানোর চেষ্টায় নিহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

হাইতির স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে হত্যার চেষ্টা চালিয়েছে বন্দুকধারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার উত্তরাঞ্চলীয় শহর গোনাইভসের এক চার্চে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তীব্র গুলির মধ্যে দ্রæত গাড়িতে ওঠার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। গত বছরের জুলাইতে প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে খুনের পর থেকেই হাইতির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি দেশটির ক্ষমতাধর অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান জোরালো করার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব চক্র অপহরণ এবং দেশের গ্যাস বিতরণের বড় অংশ দখল করে নেয়ার পর এই প্রতিশ্রুতি দেন তিনি। গ্যাস বিতরণের বড় অংশ দখল হয়ে যাওয়ায় হাইতিতে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এরিয়েল হেনরিকে হত্যাচেষ্টার নেপথ্যে রয়েছে ‘দস্যু ও সন্ত্রাসীরা’। সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামলাকারীরা বহরের ওপর হামলা চালাতে দেয়ালের পিছনে লুকিয়ে ছিল। তারা চার্চ ঘিরে ফেলে বিশপকে হুমকি দেয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি বিনিময়ে এক জন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। প্রেসিডেন্ট জোভেনেই মোইসি খুন হওয়ার দুই সপ্তাহ পর হাইতির ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হন এরিয়েল হেনরি। তার নেতৃত্বাধীন ভঙ্গুর প্রশাসনের জন্য এই হত্যাচেষ্টা আরেকটি বড় ধরণের বিপর্যয়। অপর এক খবরে বলা হয়, হাইতির একটি কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টা করার সময় ছড়িয়ে পড়া সংঘর্ষে ১০ কয়েদি ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার পুলিশ একথা জানায়। ঘটনাস্থল থেকে পুলিশ মুখপাত্র গরি ডেসরোসিয়ার্স এএফপিকে বলেন, ‘এ সংঘর্ষে আমরা ১১ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।’ হাইতির রাজধানীর একেবারে উপকণ্ঠে ক্রোইক্স-বৌকুয়েটসে শুক্রবার এ ঘটনা ঘটে। তিনি আরো জানান, সেখানে সংঘর্ষে আরো তিন পুলিশ কর্মকর্তা মারাত্মক আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েদিরা দেশের দ্বিতীয় বৃহত্তম এ কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টা করলে শুক্রবার মধ্যরাতে এ ঘটনার সূত্রপাত ঘটে। কারগার ভাঙ্গার চেষ্টা করা এসব আসামির হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। ডেসরোসিয়ার্স জানান, আসামিরা তিন পুলিশ কর্মকর্তা ও এক নার্সকে জিম্মি করে রাখে। বিবিসি, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতি

২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ