Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হাইতিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সঙ্কট মোকাবেলায় হাইতিতে কৌশলগত এবং সাঁজোয়া যানসহ নিরাপত্তা সরঞ্জাম পাঠাচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্র। দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, এই সরঞ্জামগুলো হাইতিয়ান ন্যাশনাল পুলিশকে (এইচএনপি) সহিংসতা ছড়ানো অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। একটানা সহিংসতার কারণে হাইতিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে না। ফলে কলেরার বিস্তার বেড়ে যাচ্ছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন গত সপ্তাহে জানায়, হাইতিতে কলেরা পুনরুত্থিত হচ্ছে। অনেক পরিমাণে সন্দেহভাজন রোগী রয়েছে, যার প্রায় এক চতুর্থাংশ ছোট শিশু। যেসব এলাকায় সহিংসতা বাড়ছে সেখানে মানবিক সহায়তা প্রদান করা কঠিন হয়ে পড়েছে। ৬৫০টিরও বেশি সন্দেহভাজন রোগীর মধ্যে প্রায় ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কলেরায় এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জন মারা গেছেন। আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়ে আছে। ডিজেল ও পেট্রোল বিতরণে বাধা প্রদানকারী গ্যাংদের মোকাবিলা করতে নিরাপত্তা সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। লুটপাট এবং গ্যাং গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় বেশিরভাগ পরিবহন বন্ধ রয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ