Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মতলবে নিজ বাড়ির উঠানে স্বর্ণ ব্যবসায়ী খুন

মতলব(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৫ পিএম

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২১ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক ১২ টা থেকে ৩ টার মধ্যে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত অমর সরকার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তের ছোট ছেলে। অমর সরকার প্রায় ৭ বছর আগে সারপাড় দাস বাড়িতে জমি ক্রয় করে বাড়ি বানিয়ে পিতা মাতা ও বড় ভাই ভাবিসহ এক সাথে বসবাস করে আসছেন। তিনি নারায়ণপুর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারী অনিককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৯ টার দিকে নিজ দোকানের কর্মচারী অনিককে সাথে নিয়ে ব্যবসায়িক কাজে মতলব বাজারে যায়। সেখান থেকে মতলবেই তার বোনের বাড়িতে যায় বলে তার বোন মাধুবী ভক্ত জানান। বোনের বাড়ি থেকে রাত ১১ টার সময় কর্মচারীকে সাথে নিয়ে নারায়ণপুর চলে আসেন। এরপরে আর বাড়ি ফিরেন নি। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে কর্মচারী অনিক ঘরের দরজায় নক করে পরিবারের লোকজনকে অমর সরকারের নিহতের ঘটনা জানান। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর একে একে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে আসেন।

জানা যায়, অমর সরকার উপজেলার নারায়ণপুর বাজারে প্রায় ২০ বছর যাবৎ স্বর্ণের ব্যবসা করে আসছেন। এছাড়া গত তিন ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

এদিকে অমর সরকারের পিতা রবি ভক্ত জানান, প্রতিদিনের মতো আমি আমার ছেলের জন্য রাতে অপেক্ষা করতে থাকি। সে রাত ১০টা থেকে ১১ টার মধ্যেই বাড়িতে ফিরে আসে। কিন্তু ঘটনার দিন রাত গভীর হলে ছেলে বাড়িতে না আসায় আমি অস্থির হয়ে যাই। আমি আমার বড় ছেলে জীবন ভক্তকে বলি অমর কেন বাড়িতে আসে না সে জন্য ফোন করতে বলি। আমার বড় ছেলে জীবন ভক্ত জানায় তার সাথে অমরের কথা হয়েছে সে আসবে।

অমর সরকারের স্ত্রী প্রিয়াংকা সরকার জানান, ঘটনার ৩-৪ দিন আগে আমি আমার বাবার বাড়িতে যাই। ঘটনার আগের দিন অমরের সাথে আমার ফোনে কথা হয়েছে। ঘটনার দিন আমি মোবাইলে কল দিয়েছিলাম। কিন্তু কল ধরে নাই। অমর সরকারের আড়াই বছরের এবং দেড় বছরের একটি মেয়ে ও ছেলে রয়েছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। খুনিরা নিহত ব্যক্তিকে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ ও পিবিআই’র পক্ষ থেকে তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ