মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চুরি করতে গিয়ে
ইনকিলাব ডেস্ক : ভারতের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বাড়িতে চুরি করতে এসে এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে এক চোর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এ ঘটনার পর তদন্তে নেমেছে দেশটির পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার ঘরে একাই ছিলেন এক বৃদ্ধা। পাঁচিল বেয়ে ছাদের টালি খুলে ঘরে ঢুকে দুষ্কৃতকারীরা। এরপর লুটপাট করতে শুরু করে। যখন বাধা দিতে যান, তখন ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়! ধর্ষণের পর সেলাই মেশিন নিয়ে দুষ্কৃতকারীরা চম্পট দেয়। এদিকে বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন তার ছেলে ও বউ। দেখেন, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করা নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। জিনিউজ।
মিনিটের ব্যবধানে
ইনকিলাব ডেস্ক : যথাযথভাবে মায়ের সেবা-যত্ন না করায় তিন ভাই তাদের স্ত্রীকে একইসঙ্গে তালাক দিয়েছেন। এ ঘটনা উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার। তিন ভাই কাজ থেকে বাড়ি ফিরে দেখেন, তাদের বৃদ্ধা মাকে প্রতিবেশীরা গোসল করাচ্ছেন। স্ত্রীরা ঘরে থাকতেও কেন মাকে প্রতিবেশীরা গোসল করাচ্ছেন, এতেই মেজাজ বিগড়ে যায় ভাইদের। ব্যস! আর বিলম্ব নয়, তিন ভাইয়ের একই সিদ্ধান্ত- স্ত্রীদের তালাক! আর তা এক মিনিটেই ব্যবধানেই। জানা গেছে, ওই বৃদ্ধা মায়ের একমাত্র কন্যা সপ্তাহে দুদিন মায়ের সেবা-যত্ন করতে এলেও সম্প্রতি তার স্বামী ক্যানসার আক্রান্ত হওয়ায় তিনি আসতে পারছিলেন না। গালফ নিউজ।
জালিয়াতি
ইনকিলাব ডেস্ক : আসানসোল আদালতে চতুর্থ শ্রেণির কর্মী ও স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষায় ব্যাপক জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক পরীক্ষাকেন্দ্র থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার পশ্চিম বর্ধমান জেলা জজ আদালতে কর্মী নিয়োগ পরীক্ষা ছিল। মোট দু’টি পর্যায়ে চতুর্থ শ্রেণি, ই-স্টেনোসহ বিভিন্ন পদে নিয়োগে এ পরীক্ষা হয়। আসানসোল শহরসহ শিল্পাঞ্চলের একাধিক স্কুলে এ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, একাধিক স্কুলে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা অনেক কম ছিল। এবিপি।
৭ শিশুর করুণ মৃত্যু
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়া সেনাবাহিনীর চালানো বিমান হামলায় প্রতিবেশী দেশ নাইজারের ৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। ডাকাত ও অপহরণকারী দলের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে নাইজেরিয়ান আর্মি, আর তাতেই দুর্ঘটনাবশত এই শিশুরা মারা যায় বলে দাবি করেছেন নাইজারের মারাডি অঞ্চলের গর্ভনর। গভর্নর চাইবৌ আবুবাকার জানিয়েছেন, এই হামলায় ঘটনাস্থলেই চার শিুশ মারা যায়। বাকি তিনজন মারা গেছে হাসপাতালে। ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করার কথা জানিয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষ। বিবিসি।
পাইলটসহ নিহত ৩
ইনকিলাব ডেস্ক : ইরানের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে তিনজন নিহত হয়েছেন। সোমবার দেশটির তেব্রিজ শহরে সোমবারের দুর্ঘটনায় দুই পাইলটসহ এক বেসামরিক প্রাণ হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সেনাবাহিনী। স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এফ –ফাইভ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, বিমানটি সকাল ৮টার দিকে বিধ্বস্ত হয়। নিহত পাইলট সাদেগহ ফালাহি এবং আলীরেজা হানিফেহজাদ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।