Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় শহীদ মিনারে ব্যক্তি পর্যায়ে ২ ও প্রতিষ্ঠানের পক্ষে ৫ জনের বেশি নয়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৯ পিএম

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা আজ রোববার দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ডেপুটি সিভির সার্জন ডাঃ এস এম কামাল হোসেন জানান, এ পর্যন্ত খুলনাতে প্রথম ডোজ দেয়া হয়েছে ১৭ লক্ষ ৭১ হাজার ২৩৪ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লক্ষ ৪৩ হাজার ৮৭৪ জন ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৮ হাজার ৩২০ জনকে।

সভায় ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম জানান, বর্তমানে খুলনা শহরের ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের সব এলাকায় সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে খুলনা জেলায় সকলের জন্য সুপেয় পানির নিশ্চয়তায় উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার খো. রুহুল আমীন জানান, ২২ ফেব্রুয়ারি সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে, এছাড়া প্রাইমারি স্কুল ১ মার্চ থেকে খুলবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বলেন, সেচ সুবিধা নিশ্চিত এবং অতিরিক্ত পানি নিঃসরণের মাধ্যমে ফসল উৎপাদনে কৃষকের সুবিধার কথা বিবেচনা করে স্লুইজ গেটগুলো সচল রাখা প্রয়োজন। সভাপতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তৃতায় মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, এখনো করোনার প্রভাব বিদ্যমান, তাই করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যক্তি পর্যায়ে ২ জন এবং সংগঠন পর্যায়ে ৫ জন পুষ্পমাল্য অর্পণ কারার জন্য অনুরোধ জানান।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ ছাদিকুর রহমান, কৃষি সম্প্রসারণ দপ্তরে উপপরিচালক মোঃ হাফিজুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ