Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৬ পিএম

শরীয়তপুর-ঢাকা সড়কের ডোমসার বাসস্ট্যান্ডে বেপরোয়া বাস অটো, ভ্যান ও মটর সাইকেল কে চাপা দিলে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৬ জন আহত হয়। নিহত মফিজ হাওলাদার শরীয়তপুর সদর উপজেলা চরচিকন্দী গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন ভেদরগঞ্জ উপজেলার আনিস উদ্দিন, গোসাইরহাটের রাসেল, চরচিকন্দীর সাগর, জাজিরার শাহীন ও চরচিকন্দী গ্রামের সোবহান মাদবর। এদের গুরুত্বর আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকীদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পালং মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী বাস (ঢাকা মেট্টো জ-১১-০৪৫৭) শরীয়তপুর থেকে মাঝিরঘাট যাওয়ার পথে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনসহ কয়েকটি ভ্যান ও একটি মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মফিজ হাওলাদার মারা যায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘাতক বাস আটক হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পালং মডেল থানায় একটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরীয়তপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ