Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

নড়িয়ার নওপাড়ায় পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যা

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ৬:১৪ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী মালেক মালতকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে একই ওয়ার্ডের অপর পরাজিত মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন মালত ও তার সমর্থকরা। নিহত মালেক মালত ওই ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের মৃত কছর আহম্মেদ মালতের ছেলে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোরগ প্রতিক নিয়ে মালেক মালত, গভীর নলকূপ নিয়ে দেলোয়ার হোসেন মালত ও আপেল প্রতিক নিয়ে তাফাজ্জল তফদ্দার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার ভোট গণনা শেষে আপেল প্রতিকের তাফাজ্জল তফাদ্দার বিজয়ী হন এবং মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত পরাজিত হন। পরাজয়ের কারণ নিয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সকালে নওপাড়া বাজারে মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত পরস্পর পরস্পরকে দোষারোপ করেন। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে দেলোয়ার হোসেন মালত ও তার সমর্থকরা মালেক মালতকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তা নড়িয়া থানার এসআই মোঃ শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে তদন্ত কাজ চালাচ্ছি। নিহতের লাশ মুন্সীগঞ্জ থেকে আনা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরীয়তপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ