Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠির রাজাপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৯

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৮ এএম

বরিশাল-পিরোজপুর ভায়া রাজাপুর আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী সহ হতাহত-৩০।নিহত--১,নিহতের বাড়ি নলছিটি দপদপিয়া মজিদ খার পুত্র দুলাল খা(৬০)।তিনি যাত্রী বাহী বাসে সুপারভাইজার ছিলেন। আহতদের মধ্যে মুমুর্ষ অবস্হায় বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে পঠানো হয়েছে তারা হলেন-শরীর থেকে পা বিচ্ছিন্ন পটুয়াখালী গলাচিপার নুর ইসলাসের স্ত্রী নুরভানু(৭০), মেরুদন্ড আঘাতপ্রাপ্ত মিজানুর রহমানের স্ত্রী খাদিজা(৩৫), ররগুনার দেলোয়ারের পুত্র মোঃ সোহাগ(৩৫),এ ছাড়া রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বাসের যাত্রী বরিশাল বিএম কলেজের ২ বর্ষের ছাত্র আব্দুল্লাহ (১৮),ট্রাকের যাত্রী বিদ্যুৎ শ্রমিক মেহেন্দীগন্জের মোঃ নাসির (৪০),নজু মুন্সি (৪১),পাতারহাট সন্ধির মোঃ কবির(৪৩),নুরুল ইসলাম (৫৫),সজিব (১৮)
রবিউল(১৮)বাবুল হোসেন (৩৬)বিদ্যুৎ কাজের শ্রমিক।অন্যান্যরা ঝালকাঠি, রাজাপুর , বরিশালে আনুমানিক ১৬ জন বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।রাজাপুর থানাপুলিশ দূর্ঘটনায় কবলিত বিধ্বস্হ ট্রাক ও বাসজব্দ করেছে।
স্হানীয় ও আহত আব্দুল্লাহ, মোঃ নাসির ,নজু মুন্সি,মোঃ কবির বলেন- বরিশাল থেকে পিরোজপুর গামী যাত্রীবাহীবাস আবদুল্লাহ নামীয় নংঢাকা জ-১৪০৪০৬ ও বিপরীত দিক থেকে আসা বিদ্যুৎ শ্রমিক বহনকারি মিনি ট্রাক ঢাকা মেট্রো ড-১১৫৮৯৩ ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি মোবারকাঠি নামক স্থানে শনিবার রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে একজন বাসের সুপার ভাইজার নিহত হয়েছে এবংট্রাকে থাকা ১৩ জন শ্রমিক সকলেই আহত হয়,বাকী যাত্রী বাহী বাসের যাত্রীআহত হয়েছে।এ দিকে দূর্ঘটনায় আহতদের খবর পেযে রাত সাড়ে ১০ টায় খোজ খবর নিতে ছুটে আসেন- জেলা সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন, ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মাসুদ রানা।
রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল রাত সাড়ে ১১ টায় বলেন- আশংকা জনক অবস্হায় ৩ জনকে বরিশালে পাঠিয়েছি , এ হাসপাতালে ৮ জন,প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ৭ জন,ঔষধপত্র কোন সমস্যা নেই।সিভিল সার্জন বলেছেন - ঝালকাঠিতে আহত ভর্তি আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ