পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশালের ঐতিহ্যবাহী কাসেমাবাদ দরবার শরিফের পীর ছাহেব হজরত মাওলানা আবুল ফজল মোহম্মদ অহিদ (৯০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন শুভাকাঙ্খি মুরিদান রেখে গেছেন। গত শুক্রবার পীর ছাহেব বরিশালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থার অবনতি ঘটায় দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেই তিনি ইন্তেকাল করেন। গতকাল শবিার বাদ ফজর ঢাকার বনানী জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের ভাগ্নে আলহাজ বজলুল হক হারুন এমপি সহ বিপুল সংখ্যাক মুসল্লিগণ অংশ নেন।
গৌরনদীর কাসেমাবাদ দরবার শরিফের মাদ্রাসার প্রাঙ্গনে এ শনিবার দুপুরে মরহুমের লাশ গৌরনদীর কাসেমাবাদ দরবার শরিফে পৌঁছলে তার ভক্ত অনুরাগীসহ বিপুল সংখ্যক শোকাচ্ছন্ন মানুষ কান্নায় পড়েন। বাদ আসর মরহুমের দ্বিতীয় নামাজে জানাজায় ইমামতি করেন কাসেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান খান। নামাজে জানাজায় সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
আসার বাদে নামাজে জানাজা শেষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লি তাদের প্রাণপ্রিয় আলহাজ হজরত মাওলনা আবুল ফজল মো. অহিদ ছাহেবের লাশ এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেন। তারা চোখের পানি ফেলে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাতের মাধ্যমে তাকে শেষ বিদায় জানান।
মরহুম পীর সাহেবের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন মন্ত্রী ও স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও মরহুম পীর সাহেবের ভাগ্নে বজলুল হক হারুন, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিসুর রহমান। এছাড়া স্থানীয় গণ্যমান্য সুধিজন মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মরহুমের রূহের মাগফিরাত কামনায় তার গৌরনদীস্থ দরবার শরীফে আগামীকাল সোমবার বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।