Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাহমুদ-উল্লাহ (২) ও শিবগঞ্জ উপজেলায় শাহীন আলী (২৪) নামের দুইজন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার ইসলামপুরে বিশ্বাস টোলা এলাকা আর সকালে শিবগঞ্জের মনাকষা বাজার এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনা ঘটে।

শিশু মাহমুদ উল্লাহ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গাঁ এলাকার আব্দুল আজিমের ছেলে।আর শাহীন আলী শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের শিংনগর এলাকার তাসিক উদ্দিনের ছেলে।বিষয়টি ‍নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন জানান, নানার বাড়ি বেড়াতে এসেছিল শিশু মাহমুদ উল্লাহ। নানার বাড়ির সামনে খেলা করার সময় তাকে ভ্যান চাপা দেয়।এ সময় সে গুরতর আহত হয়।পরে তাকে তার পরিবারের লোকজন আধুনিক হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে, হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, শাহীন আলী ভটভটি যোগে মনাকষা থেকে রহনপুর যাচ্ছিল।পথিমধ্যে বালু ভর্তি ট্রাক ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।শাহীন গুরতর আহত হলে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে লোকজন। হাসপাতাল যাওয়ার সময় রাস্তায় মারা যান শাহীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ