Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে চায় জি-৭

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫২ পিএম

ইউক্রেন সংকট সমাধানের চেষ্টায় রাশিয়ার সঙ্গে একটি গুরুতর সংলাপের জন্য প্রস্তুত শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন। শুক্রবার বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে মস্কোর সঙ্গে আলোচনা বসতে তৈরি আছে জোট।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন বসার আগে বিবৃতিতে তিনি জানান, আমরা মিউনিখ থেকে ঐক্যের বার্তা পাঠাবো। সবার নিরাপত্তা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ সংলাপের জন্য আমরা প্রস্তুতি আছি। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী রবিবার পর্যন্ত চলবে এই বার্ষিক নিরাপত্তা সম্মেলন।

মস্কো ইউক্রেন আক্রমণের অজুহাত খুঁজছে, ন্যাটোভুক্ত দেশগুলোর সতর্কবার্তার দেওয়ার মধ্যেই আলোচনা বসার আগ্রহ প্রকাশ করেছে জি সেভেন। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে রাশিয়া কয়েক দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনীয় বাহিনী এবং মস্কোপন্থী বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময়ের পর বৃহস্পতিবার এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন বাইডেন। তবে রাশিয়া দাবি করছে, মহড়া শেষ হওয়ায় ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছে তারা। তবে বিষয়টি প্রত্যাখান করেছে পশ্চিমারা। সূত্র: আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ