Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগান বিষয়ে জরুরি বৈঠকে জি-৭ নেতারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৩:০৩ পিএম

তালেবানের দখলে যাওয়া আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭-এর নেতারা। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একমত হয়েছেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার জো বাইডেন এবং বরিস জনসন আফগানিস্তান ইস্যুতে ফোনালাপ করেন। আফগান সংকট নিয়ে জি-৭ গ্রুপ অব সেভেন নেতাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। আফগান শরণার্থীদের মানবিক সহায়তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। জি-৭ এর সাত দেশ হলো ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

গত রবিবার সাম্রাজ্যবাদীদের পরাজিত করে সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী তালেবান দ্রুত সময়ের মধ্যে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ায় উদ্বেগে রয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। আফগানিস্তানে কীভাবে সরকার পরিচালনা করা হবে এ নিয়ে মঙ্গলবার প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন তালেবান প্রতিনিধিরা। নারীদের সুযোগ-সুবিধা দেওয়ারও আশ্বাস দিয়েছেন। এছাড়া সবাইকে ক্ষমা করে দিয়ে শান্তির বার্তা শুনিয়েছে গোষ্ঠীটি।

তালেবানের শাসনের ভয়ে অনেকেই দেশ ত্যাগ করছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশই আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে। সূত্র : দ্য হিন্দ



 

Show all comments
  • A H M Babar Siddiqui ১৮ আগস্ট, ২০২১, ৩:২৬ পিএম says : 0
    Oiling own machines
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ