Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩১ আগস্টের পরে দেশ ছাড়তে চাইলে লাগবে তালেবানের অনুমতি, একমত জি-৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৩:৩০ পিএম

তালেবান কাবুলের দখল নেয়ার পর থেকেই আফগানদের দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এখনও দেশ ছাড়তে পারেননি বহু আফগান জনতা। তারা চাইলে যাতে দেশ ছাড়তে পারেন সেই বিষয়েই তালেবানের সঙ্গে কথা বলতে রাজি জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলো। মঙ্গলবার বৈঠকে এই বিষয়ে সবাই একমত হয়েছেন বলেই জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বৈঠক শেষে জনসন বলেন, ‘জি-৭ বৈঠকে আমরা আফগানিস্তান থেকে মানুষকে বার করে আনার সঙ্গে সঙ্গে কী ভাবে তালেবানের সঙ্গে কথা চালানো হবে সেই বিষয়েও একমত হয়েছি। আমাদের প্রধান শর্ত হবে যদি ৩১ আগস্টের পরেও কেউ আফগানিস্তান ছাড়তে চান তাদের সুরক্ষিত ভাবে দেশ ছাড়তে দিতে হবে।’

জনসন জানিয়েছেন, আফগানিস্তানের উপর তালেবানের অধিকার স্থাপনের পরে যাতে ফের সেখানে জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া না দেয় ও সেখানকার নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে সে দিকেও নজর দিচ্ছে জি-৭। তিনি বলেন, ‘আফগানিস্তানে যাতে ফের জঙ্গি কার্যকলাপ বেড়ে না যায়, মাদকের উন্মুক্ত ক্ষেত্র তৈরি না হয় এবং সেখানে যাতে শিশু ও মহিলাদের শিক্ষা, অধিকার সুরক্ষিত থাকে সেই চেষ্টা করবে জি-৭। কারণ জি ৭ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে।’ সেই জন্যই তালেবানের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স।



 

Show all comments
  • আবু আহমাদ ২৫ আগস্ট, ২০২১, ৭:০৪ পিএম says : 0
    চুক্তি অনুযায়ী তো আরও দুমাস আগেই যাওয়ার কথা ছিল।কিন্তু দয়া করে তাদেরকে গত দুমাস সময় দেয়া হয়েছিল , আর না।
    Total Reply(0) Reply
  • Mahfuz Bin Siddique ২৫ আগস্ট, ২০২১, ৭:০৪ পিএম says : 0
    হায়রে ক্ষমতা! যাদেরকে শেষ করতে ২০ বছর আগে আফগান মাটিতে পা রেখেছিলা আজ তাদেরই বেধে দেওয়া সময়ের মধ্যে চলে যেতে কি হুলুস্থুল শুরু হয়েছে
    Total Reply(0) Reply
  • Abdullah Al Noman ২৫ আগস্ট, ২০২১, ৭:০৫ পিএম says : 0
    সময়সীমার মধ্যেই পালিয়ে যাওয়া ভালো, সেই সাথে যারা তাদের সাথে যেতে চায় তাদেরকেও নিয়ে যাওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • আবু হানিফ সাগর ২৫ আগস্ট, ২০২১, ৭:০৫ পিএম says : 0
    জুলুমবাজ চিরস্থায়ী রয় না
    Total Reply(0) Reply
  • AR Afzal ২৫ আগস্ট, ২০২১, ৭:০৬ পিএম says : 0
    তালেবানের মন ভালো তাই সময়সীমা বেঁধে দিয়েছে
    Total Reply(0) Reply
  • MD ABDUS SALAM ২৬ আগস্ট, ২০২১, ৩:২০ পিএম says : 0
    জি ৭ আপনারা যখন আফগানিস্তানে বোমা মেরে হাজার হাজার নারী শিশু হত্যা করেছিলেন তখন মানবাধিকার কোথায় ছিল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ