Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে মোটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক বৃদ্ধের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫১ পিএম

একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে সিলেটে এক ভ্যানগাড়ি চালকের। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানার শাহখুররম ডিগ্রি কলেজের সামনে বাদাঘাট সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত ভ্যানগাড়ি চালকের নাম ফারুক মিয়া (৬০)। এসএমপির জালালবাদ থানার নাজিরেরগাঁও-এর মৃত নূর মিয়ার পূত্র তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বাদাঘাট সড়কের শাহখুরম ডিগ্রি কলেজের সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয় ভ্যানচালক বৃদ্ধকে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ফারুককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ