Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্চ কমিটির নাম নিয়ে সামাজিক মাধ্যমে যত জল্পনা-কল্পনা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:১৮ এএম

সার্চ কমিটি প্রকাশিত ৩২২ জনের নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা৷ তালিকায় নাম আসায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। অপরিচিত ও অখ্যাত বেশ কয়েকজনের নামও তালিকায় দেখা গেছে। এনিয়ে ফেসবুকে সরব হতে দেখা গেছে অনেককেই।

নতুন নির্বাচন কমিশনে কে কে থাকতে পারেন এমন একটি প্রস্তাবিত তালিকা প্রেসিডেন্ট গঠিত সার্চ কমিটির কাছে জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি। সোমবার রাতে এমন ৩২২ জনের একটি তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া সেই তালিকায় রয়েছে নানা শ্রেণি-পেশার মানুষের নাম। আর তাকিকা প্রকাশের পর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয় নেট দুনিয়ায়।

তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, প্রকাশিত তালিকায় অন্তত সাতজনের নাম দুইবার করে রয়েছে। এ হিসেবে ৩১৫ জনের নাম রয়েছে তালিকায়। ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ পাওয়ার পর কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শুকরিয়া’ আদায় করে পোস্ট দিয়েছেন৷ আবার কেউ কেউ এভাবে নাম প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷

ফেসবুকে শাহাদাৎ হোসেন রুবেল নামে একজন লিখেছেন, ‘‘শুধু শুধু নাম নেয়া-দেয়া। মনে নাই কেয়ারটেকার সরকার কিভাবে বাদ দিসে? ৬ জন এমিকাস কিউরি বলছে কেয়ারটরকা সরকার রাখতে,১ জন বলছে -,"রাখা যাবে না", ব্যাস, কেয়ারটেকার সরকার বাতিল। বর্তমান সরকার কিছু করার আগে সবার সাথে কথা বলে বাট সিদ্ধান্ত দেয় যেটা নিজেরা আগেই ঠিক করে রেখেছিল। কত বোকা জাতি আমরা।’’

খান আশরাফুল আলম লিখেছেন, ‘‘কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে আসা যায় এই নিয়ে যত রকম ফন্দি ফিকির চলছে। অথচ মেলা চলে,শিক্ষা প্রতিস্টান বন্ধ! বাজার ব্যবস্থার চরম বিসৃংখলা,মধ্য আর নিম্ন আয়ের মানুষ চরম দুঃশ্চিন্তায়! ওরা আছে নির্বাচন নিয়ে। মানুষের সেবা না নিজেদের রাজা বানাতে!’’

আরিফুল হক মনে করেন, ‘‘এই সব নাম নাম খেলার অর্থ হল দেশ ও বিদেশের কাছে এটা প্রমান করার ব্যার্থ চেষ্টা যে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে গঠন করা হয়েছে। যেহেতু নির্বাচন কমিশন নিরপেক্ষ তাই নির্বাচন ও নিরপেক্ষ। বাহ কি খেল।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্চ কমিটি

১২ ফেব্রুয়ারি, ২০২২
১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ