Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী যারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৬ পিএম

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি বিজয়ী হয়েছেন। আর ‘গোর’ সিনেমায় অনবদ্য অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের (চলচ্চিত্র-১) এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বরাবরের মতো এ বছরও সেরা অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, পরিচালকসহ মোট ২৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।

এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে দ্বৈতভাবে পুরস্কার পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘গোর’ এবং ‘বিশ্বসুন্দরী’। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘আড়ং’ ও শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।

‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত হোসেন আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন একই ছবির অভিনেত্রী রোজালিন দীপান্বিতা মার্টিন। বিশ্বসুন্দরী সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ।

শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠছে ফজলুর রহমান বাবুর হাতে। তিনি পুরস্কার পাচ্ছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী অপর্ণা ঘোষ ‘গণ্ডি’ ছবির জন্য পুরস্কার পাচ্ছেন। ‘বীর’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

গণ্ডি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। শিশুশিল্পী ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পাচ্ছে ‘আড়ং’ ছবিতে অভিনয় করা মো. শাহাদৎ হাসান বাঁধন।

এছাড়া শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বেলাল খান, শ্রেষ্ঠ গায়ক মো. মাহমুদুল হক ইমরান, শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে দিলশাদ নাহার (কনা) ও সোমনূর মনির কোনাল, শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল এবং শ্রেষ্ঠ সুরকার হিসেবে মো. মাহমুদুল হক ইমরান পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘গোর’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত হোসেন। ‘গণ্ডি’ ছবির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন ফখরুল আরেফীন খান। ‘গোর’ ছবির জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে মো. শরিফুল ইসলাম ও শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে পুরস্কার পাচ্ছেন উত্তম কুমার গুহ।

এছাড়াও ‘গোর’ ছবির জন্য যুগ্মভাবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পাচ্ছেন পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ)। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জায় এনামতারা বেগম ও শ্রেষ্ঠ মেক-আপম্যান হিসেবে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ আলী বাবুল।



 

Show all comments
  • এবি সিদ্দিক ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:০১ পিএম says : 0
    চলচ্চিত্র মারা গেছে অনেক আগে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ