Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের ফারাবি আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্র আহ্বান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৬:০৮ পিএম | আপডেট : ৮:৪৯ পিএম, ১৭ জুলাই, ২০২২

ইসলামি বিশ্বের মানবিক ও ইসলামিক স্টাডিজের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফারাবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। ফারাবি আন্তর্জাতিক পুরস্কারের ১৪তম আসরের জন্য এই চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।

‘ইরানলজি’, ‘ইসলামোলজি’ এবং ‘ধর্ম বিজ্ঞান’ এর উপর বিভিন্ন বিষয়ে নির্মিত চলচ্চিত্র পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় প্রতিবছর ফারাবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পুরস্কারের লক্ষ্য মানবিক ও ইসলামি অধ্যয়নের ক্ষেত্রে সেরা গবেষণাগুলি পরিচয় করিয়ে দেয়া এবং সেরা কর্মগুলোকে সম্মাননা জানানো।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ