বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজের খোঁড়াখুঁড়িতে খুলনায় আজ সন্ধ্যায় একটি ত্রিতল ভবন হেলে পড়েছে। দুর্ঘটনার আশংকায় ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনা সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডে রাস্তার পাশে ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এ কাজে মাটি খোঁড়ায় আজ মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা রোডে মরহুম মোহাম্মদ মহিউদ্দিন এর ৫২ নম্বর ত্রিতল ভবনটি রাস্তার দিকে কিছুটা হেলে পড়ে। নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিক পক্ষ বাঁশ দিয়ে ভবনটি ঠেকিয়ে রাখার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে এর পরপর শ্রমিকরা পালিয়ে যায়। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলে তারা বাসিন্দাদের ভবনটি ত্যাগ করার পরামর্শ দেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন।
এদিকে স্থানীয়রা এ ঘটনার জন্য সিটি করপোরেশনকে দায়ি করেছেন। অনভিজ্ঞ কর্মীদের দিয়ে বাড়তি নিরাপত্তা না নিয়েই ভবন লাগোয়া ড্রেন খোঁড়ায় এ অবস্থা হয়েছে বলে তারা দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।