Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

জিরো টলারেন্স

ইনকিলাব ডেস্ক : পবিত্র কোরআনের পৃষ্ঠা পুড়িয়ে ফেলার দায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দেশটির একদল জনতা। শনিবার রাতে পাঞ্জাবের প্রত্যন্ত এক অঞ্চলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানইমরান খান বলেন, গণপিটুনিকে আইনের মাধ্যমে কঠোরভাবে মোকাবিলা করা হবে। যারা নিজের হাতে আইন তুলে নেয় তাদের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করব। সিএনএন।


এফ-২২ যুদ্ধবিমান
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নজিরবিহীন হামলার জবাব দিতে এবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-২২ যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়। সম্প্রতি ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে নজিরবিহীন কিছু হামলার চেষ্টা চালিয়েছে, যা আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে। এমনকী হুতিদের হামলার কারণে যুক্তরাষ্ট্রের সেনাদের নিজ ঘাঁটিতে শেল্টারের মধ্যে আশ্রয় নিতেও দেখা গেছে। রয়টার্স।


ড্রাম প্রদর্শন
ইনকিলাব ডেস্ক : প্রাগৈতিহাসিক যুগে শিশুদের সমাধিক্ষেত্রে পাওয়া গেছে আশ্চর্যজনক ৫০০০ বছরের পুরনো একটি ড্রাম। শত বছরের মধ্যে বৃটেনে উদ্ধার হওয়া প্রাগৈতিহাসিক আর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আবিষ্কার বলে মনে করা হচ্ছে। বৃটিশ মিউজিয়াম এ কথা বলে জানিয়েছে, ওই ড্রামটি হলো স্টোনহেঞ্জ যুগের একটি চক ড্রাম। আগামী সপ্তাহে প্রথমবারের মতো এই ড্রামটি প্রদর্শন করা হবে। এতে বলা হয়েছে, ড্রামটি আবিষ্কার করা হয়েছে ছয় বছর আগে। বৃটিশ মিউজিয়ামে ‘ওয়ার্ল্ড অব স্টোনহেঞ্জ’ শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে প্রথমবারের মতো তা প্রদর্শন করা হবে। সিএনএন, বিজনেস ইনসাইডার।


সেনাঘাঁটিতে আগুন
ইনকিলাব ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি সেনাঘাঁটিতে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির নিরাপত্তা কাউন্সিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। কেরমানশাহ প্রদেশের মাহিদাস্ত অঞ্চলে রিভ্যুলশনারি গার্ডের একটি ঘাঁটিতে সোমবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যানবাহন এবং গাড়ির তেল রাখার স্থানে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। তবে, আগুন কীভাবে লাগলো স্পর্শকাতর ওই ঘাঁটিতে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইরান। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ