নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতার খেলা। বেলা সাড়ে ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে উদ্বোধন হবে এ প্রতিযোগিতা। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র দাবার খেলা। ওপেন বিভাগে নগদ ৬০ হাজার টাকা ও বালিকা বিভাগে ৪০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।
যাদের জন্ম ২০০২ সালের ১ জানুয়ারির পর তারাই কেবল এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী দাবাড়–রা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বয়সের প্রমাণপত্র ও নির্ধারিত এন্ট্রি ফিসহ আজ দুপুর ১টার মধ্যে প্রতিযোগিতার ভেন্যুতে নাম জমা দিতে পারবেন। নিয়ম মেনে ইতোমধ্যে ঢাকা শহর ও বিভিন্ন জেলা থেকে ৮০ জন নাম নিবন্ধন করেছেন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ এবং ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।