Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লন্ডনে বারের ফ্লোর ধ্বসে আহত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫৫ এএম

লন্ডনে একটি বার ও রেস্তোরার মধ্যবর্তী তলার একটি ফ্লোর ভেঙে আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। উদ্ধার করা হয়েছে ৭ জনকে। শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হ্যাকনি উইকের ‘টু মোর ইয়ার্স’ রেস্তোরায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ঘটনার পর পরই জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা সেখানে ছুটে যান। লন্ডন এম্বুলেন্স সার্ভিস একে বড় দুর্ঘটনা বলে অভিহিত করেছে। তারা সেবা দিয়েছে ১৩ জনকে। এর মধ্যে তিনজন মারাত্মক আহত হয়েছেন। চারজনকে নেয়া হয়েছে হাসপাতালে

ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জানান, ভাগ্যক্রমে নিচের ফ্লোরে কেউ ছিল না। নয়তো পরিস্থিতি খুবই ভয়াবহ হতে পারত।
তিনি আরও বলেন, ‘শুরুতে কিছুই বুঝিনি। কোন ঝাকুনিও ছিল না। যখন ধ্বসে পড়ল তখন কিছু একটা ভাঙার মত আওয়াজ পাই। মুহুর্তেই চারপাশে শুধু ধুলো।’
উপস্থিত আরেকজন জানায়, ‘আমি এবং আমার বন্ধু শুধু পাশের দিকে দৌড়ে গিয়েছিলাম এবং পুরো জিনিসটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায়।"
লন্ডন ফায়ার ব্রিগেডের স্টেশন কমান্ডার সাচা ক্লেমেন্ট বলেছেন, উপরের তলায় আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করে জরুরি সেবা দিয়েছি। এদের মধ্যে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান ঘটনার পর টুইটারে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফায়ার ব্রিগেড এবং পুলিশকে তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় হ্যাকনি উইকের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি মর্মাহত ও চিন্তিত। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি।’ সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ