মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় থামছে মানুষ হত্যা। নিরীহ মানুষের মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে অসংখ্য নাম।
এদিকে সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ একই পরিবারের কমপক্ষে ৬ সদস্য নিহত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ইদলিব প্রদেশে কামান হামলায় ঘটে এ হতাহতের ঘটনা। খবর বার্তা সংস্থা এপির।
স্থানীয়রা জানান, পরিবারটির সদস্যরা বাইরে বসে থাকার সময় আকস্মিক হামলা চালানো হয়। ইদলিব প্রদেশে এখনও বিরোধীরা শক্ত অবস্থানে থাকায় প্রায়ই হামলা চালায় সরকারি বাহিনী। গেল ছয় মাসে প্রদেশটিতে সরকারি বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৬৫ শিশুর। আর দশকব্যাপী সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ৫ লাখ সিরিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।