Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আইপিএলে মোস্তাফিজকে নিল দিল্লি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১১ পিএম

বিপিএলে বিশ্বরেকর্ড গড়েও প্রথম দিনে আইপিএলে দল পায়নি সাকিব আল হাসান। তবে বাংলাদেশের পেসার কাটার মাস্টারকে ঠিকই দলে টেনে নিয়েছেন দিল্লি। শনিবার ব্যাঙ্গালোরে চলমান আইপিএলের নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তাঁকে পেতে বিড করেছিল দিল্লি ক্যাপিটালস।

অন্য কোনো আগ্রহ না দেখানোয় সে দামেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস। তবে চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচে ম্যান সেরা হয়ে বিশ্বরেকর্ড গড়েও আইপিএলে দল পায়নি সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে অবিক্রিত সাকিব আল হাসান। ২ কোটি রুপির ভিত্তি মূল্যের এই বিশ্ব সেরা অলরাউন্ডারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

মোস্তাফিজের এটি চতুর্থ আইপিএল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলের অধ্যায় শুরু হয়েছিল মোস্তাফিজের। প্রথম মৌসুমেই দারুণ বোলিংয়ে হয়েছিলেন সেরা উদীয়মান। দুই মৌসুম হায়দরাবাদে কাটিয়ে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন ২০১৮ সালে। ২০২১ সালে রাজস্থান রয়্যালসে খেলেন বাংলাদেশের এই কাটার মাস্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ