Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফিকে টপকালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:৪৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল বল হাতে তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। এতে গর্বের এক তালিকায় ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার মোস্তাফিজের। গতকাল নিজের চতুর্থ ওভারের প্রথম বলে ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। বাংলাদেশের বল হাতে টি-টোয়েন্টিতে এটি মোস্তাফিজের ৪৩তম শিকার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৪২ শিকার নিয়ে এতদিন রেকর্ডটি দখলে রেখেছিলেন মাশরাফি।
এমন তালিকার শীর্ষে রয়েছেন বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। সাকিবের শিকার ৮০ উইকেট। তালিকায় মাশরাফিকে টপকে তৃতীয় স্থানে উঠে এলেন মোস্তাফিজ। তালিকার দ্বিতীয় স্থানটিও নাগালে রয়েছে তার। তালিকার দ্বিতীয় স্থানে বাংলাদেশের অপর বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের শিকার ৪৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক ৮ উইকেট শিকার মোস্তাফিজের। সেন্ট কিটসে দুই উইকেট নেন বাংলাদেশি এ ‘কাটার মাস্টার’। আর ফ্লোরিডায় টানা দুই ম্যাচে মোস্তাফিজ দেখান তিন উইকেটের কৃতিত্ব। গতকাল বল হাতে ৩.১ ওভারের স্পেলে ৩১ রানে তিন উইকেট নেন মোস্তাফিজ। ২০১৭’র এপ্রিলে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দীর্ঘ ১০ মাস বাংলাদেশের ক্যাপ মাথায় টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি মোস্তাফিজকে। দীর্ঘ বিরতিতে চলতি বছর ফেব্রুয়ারিতে মাঠে ফেরেন মোস্তাফিজ। চলতি বছর বাংলাদেশের বল হাতে টি-টোয়েন্টির ১০ ম্যাচে মোস্তাফিজের শিকার ১৬ উইকেট।

টি-টোয়েন্টিতে সর্বাধিক শিকার

খেলোয়াড় ম্যাচ উই. সেরা ইকো.
সাকিব আল হাসান ৬৯ ৮০ ৪/১৫ ৬.৭৪
আবদুর রাজ্জাক ৩৪ ৪৪ ৪/১৬ ৬.৮৮
মোস্তাফিজুর রহমান ২৭ ৪৩ ৫/২২ ৭.৩৮
মাশরাফি বিন মুর্তজা ৫৩ ৪২ ৪/১৯ ৮.০৪
আল আমিন হোসেন ২৩ ৩৯ ৩/২০ ৭.৪৬



 

Show all comments
  • Md. Masudur Rahman ৭ আগস্ট, ২০১৮, ৯:৪৪ পিএম says : 0
    good achieve
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ