Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিমায়িত আফগান তহবিল দুই ভাগ করছেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

তালেবানরা ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ৭০০ কোটি ডলারের যে সম্পদ নিউইয়র্কে জমা রেখেছিল তা দুই ভাগ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সম্পদের অর্ধেক অর্থাৎ, ৩৫০ কোটি ডলার তিনি দিতে যাচ্ছেন ১১ সেপ্টেম্বর, ২০০১-এর হামলার শিকার নির্দিষ্ট কিছু ব্যক্তির আত্মীয়দের জন্য।

বিষয়টির সাথে জড়িত কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শুরু করতে যাচ্ছেন বাইডেন। একই সময়ে, তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন যাতে নিউইয়র্কে আফগান কেন্দ্রীয় ব্যাংকের মোট ৭০০ কোটি ডলারের সম্পদ একত্রিত ও জব্দ করার জন্য জরুরি ক্ষমতার আহ্বান জানানো হয়। সেখান থেকে ৩৫০ কোটি ডলার ৯/১১ হামলার শিকার ব্যক্তিদের জন্য দেয়া হবে। বাকি ৩৫০ কোটি ডলার আফগানিস্তানে অবিলম্বে মানবিক ত্রাণ প্রচেষ্টার জন্য একটি ট্রাস্টে স্থানান্তর করার জন্য তিনি বিচারকদের অনুমতি চাইবেন।
এই অত্যন্ত অস্বাভাবিক পদক্ষেপগুলো, শুক্রবার ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে হামলা এবং ২০ বছরের যুদ্ধের সমাপ্তি থেকে উদ্ভূত আইনি, রাজনৈতিক, বৈদেশিক নীতি এবং মানবিক সমস্যাগুলো থেকে সৃষ্ট জটিলতা মোকাবেলা করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে, আফগানিস্তানের অর্থনীতি ভেঙ্গে পড়েছে, যার ফলে সেখানে ব্যাপক অনাহার সৃষ্টি হচ্ছে যা শরণার্থীদের একটি বিশাল এবং অস্থিতিশীল নতুন তরঙ্গ তৈরি করতে যাচ্ছে। সেখানে বিপুল পরিমাণ মানবিক ত্রাণ প্রয়োজন বলে জাতিসংঘ একাধিকবার জানিয়েছে।
এমন পরিস্থিতিতে, হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কয়েক মাস ধরে কেন্দ্রীয় ব্যাঙ্কের তহবিল নিয়ে আলোচনার নেতৃত্ব দিয়েছিল যার মধ্যে বিচার, রাজ্য এবং ট্রেজারি সহ বিভাগের শীর্ষ কর্মকর্তারা জড়িত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তাদের অনেকেই বলেছেন, বিষয়টি খুব সংবেদনশীল হওয়ায় সব কিছু চূড়ান্ত হওয়ার পরেই তা প্রকাশ্যে আনা হবে। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ