Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ভেকু মেশিনের ধাক্কায় বৃদ্ধা নিহত

বগুড়া প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:১২ পিএম

বগুড়ায় মাটি কাটার ভেকু মেশিনের(এক্সকাভেটর) ধাক্কায় মরিয়ম বিবি(৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোড়াইল পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই এলাকার শাহাদত হোসেনের স্ত্রী। এঘটনায় ভেকু মেশিন চালক পলাতক রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) হাসমত উল্লাহ।

জানা গেছে, মোড়াইল পূর্বপাড়া এলাকায় একটি সরকারি খাস পুকুর রয়েছে। সরকার থেকে সেই পুকুরের নেয় স্থানীয় মসজিদ। পুকুর ভরাট হয়ে যাওয়ায় শুক্রবার সকাল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ চলছিল। পুকুরের পাশেই মরিয়ম বিবি তার সবজি বাগানে কাজ করছিলেন। এক পর্যায়ে মরিয়ম বিবির মাথায় ওই ভেকু মেশিনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।

ইন্সপেক্টর হাসমত উল্লাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ