Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশে বিজেপি হারলে, সারা দেশেও হারবে: মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩৬ পিএম

অখিলেশ যাদবের সমর্থনে লখনউতে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অখলেশকে 'ভাই' বলে সম্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের জনতার কাছে তার অনুরোধ, ‘বিজেপি-কে হারাতেই হবে। আর বিজেপি-কে হারাতে গেলে আমার ভাইকে ভোট দিন।’ একইসঙ্গে তার সংযোজন, ‘উত্তরপ্রদেশ থেকে বিজেপি চলে যাওয়া মানে গোটা দেশ থেকে চলে যাওয়া।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুনেছি আমি আসছি বলে আজ বিজেপি-র ম্যানিফেস্টো প্রকাশ পেয়েছে। ওটা ম্যানিফেস্টো নাকি মানিফেস্টো। আগে করে দেখান। তারপর মুখে বড় বড় কথা বলবেন। শুনেছি আপনারা নাকি স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খালি প্রতিশ্রুতিই দিচ্ছেন। আপনারা খালি মিথ্যা কথা বলেন। টিকা দেওয়ার জন্য টাকা কোথা থেকে আসছে? যোগীজি তো বলেছেন সাত কোটি টাকা খরচ করেছেন। সেই টাকা কি পিএম কেয়ার-থেকে আসছে? তাহলে তো আর অডিটও হবে না।’

যোগী প্রশাসনের তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘এখানে গুলির রাজত্ব চলে। ক্ষমতায় থেকে গুলির রাজনীতি করছেন এখানে। এখানে মা-বোনেদের খুব খারাপ অবস্থা।’ হাথরস-উন্নাওয়ের কথা স্মরণ করিয়ে এদিন মমতা বলেন, ‘ক্ষমা চান। হাথরস-উন্নাওয়ের মতো ঘটনার জন্য আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ইতিহাস এই ঘৃন্য ঘটনা মনে রাখবে। আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন।’

এদিন সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের জনগণকে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘নতুন সূর্যোদয় দেখতে হলে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে ভোট দিন। কারণ নতুন সূর্য আনতে পারবে একমাত্র অখিলেশ। তাকে ভোট দিয়ে জেতান। আপনারাই দেখিয়ে দিয়ে পারবেন। বিজেপি-কে দেশ থেকে হটানোর কাজটা আপনারাই শুরু করুন। বাংলার হৃদয় আর আপনাদের হৃদয় সমান। আমাদের আর আপনাদের সংস্কৃতিও সমান। তাই বাংলা যা করতে পারে তা আপনারাও করে দেখান। তারপর আমরা মিলিতভাবে সব সামলে নেব। আর অখিলেশ জিতলে আমি আবার লখনউ আসব।’

আগামী ১৫ তারিখ তিনি বারাণসীতে সমাজবাদী পার্টির সমর্থনে যাবেন বলেও জানান মমতা। অখিলেশের সমর্থনে এদিন মমতা স্লোগানও তোলেন। তিনি বলেন, ‘বিজেপি-র স্লোগান ওদেরই ফিরিয়ে দিচ্ছি। আবকি বার অখিলেশ ৩০০ পার। আবকি বার অখিলেশের সরকার। আবকি বার মা-বোনেদের সরকার।’

একাধিক বিষয় নিয়ে এদিন যোগী আদিত্যনাথকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা সাম্প্রদায়িকতার রাজনীতি করি না। বিজেপি-র কাছে আত্মসমর্পন করে দেশ চলবে না।’ এ প্রসঙ্গে তিনি গঙ্গায় মৃতদেহ ভেসে আসার ঘটনা মনে করিয়ে বলেন, ‘এত এত মানুষ কোভিড প্রাণ হারালেন। তাদেরকে কাঠ দিতে পারলেন না? পানিতে ভাসিয়ে দিলেন? পবিত্র গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলায় সেই দেহ ভেসে এসেছিল। আমি তখন তাদের সৎকারের ব্যবস্থা করেছিলাম।’

তিনি বাংলার সঙ্গে যোগী প্রশাসনের তুলনা টেনে বলেন, ‘খুব বড় বড় কথা বলেছিল যে বাংলায় নাকি দুর্গাপুজো হতে দেওয়া হয় না। ইউনেসকো দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। থাপ্পড় পড়েছে মুখে।’ লখনউয়ের মঞ্চ থেকেও ‘খেলা হবে’ স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘খেলা হবে। খেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।’ সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ