মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ও মিসাইল বানাবার কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে রিপোর্ট দিলো জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটি। জাতিসংঘের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পরমাণু অস্ত্র ও মিসাইল বানাবার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারা নিউক্লয়ার মিসাইল মেটিরিয়াল তৈরি করতে পারছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের নতুন রিপোর্ট বলছে, উত্তর কোরিয়া তাদের পরীক্ষার কাজ সম্প্রতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের প্যানেল বলেছে, কোনো পরমাণু বোমার পরীক্ষা বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল বা আইসিবিএম পরীক্ষার রিপোর্ট নেই। কিন্তু তারা এই লক্ষ্যপূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে তারা হাইপারসনিক গাইডিং যুদ্ধাস্ত্রের পরীক্ষা করেছে। তাদের ক্ষেপণাস্ত্রের প্রচুর উন্নতি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়া ছোট ও মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র বানাতে পেরেছে। তাদের সেই পরীক্ষা সফল হয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘ অনেকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছে। ২০০৬ থেকে এই নিষেধাজ্ঞা জারি আছে। তা সত্ত্বেও জানুয়ারি মাসে উত্তর কোরিয়া নয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। এপি, এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।