বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। দুইপক্ষের সংঘর্ষের কথা স্বীকার করলেও গুলির বিষয়টি অস্বীকার করে সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বলেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল।
এর আগে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৬,৭,৮,৯ নম্বর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠে। এ অভিযোগ করেছেন ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, সকাল থেকে আমার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ৯ নম্বর কেন্দ্রে সরাসরি নৌকায় সিল মারা হচ্ছে। কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী বলেন, ৬ নম্বর কেন্দ্রে নৌকার প্রার্থী জসিম উদ্দিনের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসর মোহাম্মদ ইফরাদ বিন মনির। তিনি বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।