Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক পীর হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৬ পিএম

বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা।

এসময় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমাদের প্রিয় মানুষকে আনুষ্ঠানিক বিদায় জানাচ্ছি ঠিকই। কিন্তু পীর হাবিব ভাই আমাদের মনে থাকবেন। তিনি সাহসী মানুষ ছিলেন। একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি তার লেখনীতে বেঁচে থাকবেন। আমরা তার অপ্রকাশিত লেখাগুলো প্রকাশের ব্যবস্থা করবো।’

পীর হাবিবুর রহমানের ছেলে ব্যারিস্টার আনাফ ফাহিম অন্তর বলেন, ‘বাবা চলে গেছেন। আমরা আজ অসহায় হয়ে পড়েছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

এর আগে বেলা সাড়ে ১১টায় পীর হাবিবুর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে পরলোকগত এ সাংবাদিককে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানাজা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ