Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা খুলনায়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪০ পিএম

নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের গায়েবানা জানাজা আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির ও জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
এ সময় বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা, গুলি বর্ষণ, টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হতাহতের ঘটনার তিব্র নিন্দা জানান। সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে দমন পীড়নের নিকৃষ্টতম পন্থা বেছে নিয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, শাওন প্রধানের রক্তের বদলা নিতে ফ্যাসিবাদী সরকারের পতন না ঘটা পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা। বক্তব্য শেষে জানাজায় ইমামতি করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফারুক হোসাইন।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, রোবায়েত হোসেন বাবু, এহতেশামুল হক শাওন, রফিকুল ইসলাম বাবু, শেখ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানাজা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ