Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে লরিচাপায় নিহতের ঘটনায় চালক-সহকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪০ এএম | আপডেট : ৮:৪৫ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০২২

রাজধানীর রামপুরার বনশ্রীতে তেলবাহী একটি লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় মাত্র সাত মিনিটের মাথায় লরি চালক ও সহকারীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

গ্রেফতার চালকের নাম মো. নুরুল ইসলাম (৪০) ও চালকের সহকারীর নাম মো. ইমরান হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ আবু নাসের রাজধানীর মানিকনগর এলাকায় বসবাস করতেন। মোটরসাইকেল আরোহী আবু নাসের নোয়াখালীর সোনাইমুড়ির মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে।

তিনি রামপুরার চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন। ঘটনার আগে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে গুলশানে যাচ্ছিলেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে লরির চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। ঘটনার পরপরই পরিস্থিতি বুঝে লরিসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল আরোহী বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার পথে তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লরির চাকায় মাথা পিষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ