Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে সকাল থেকে একটানা বৃষ্টি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৫ পিএম

শুক্রবার সকাল ৭টা থেকে রাজশাহীতে একটানা বৃষ্টি হচ্ছে। মাঘের শেষ দিকে রাজশাহীতে সকাল থেকেই ঝরছে বৃষ্টি। সকাল থেকেই রাজশাহীতে মাঝারি বৃষ্টি। সূর্য ঢাকা পড়েছে মেঘের আড়ালে। মাঝারি বৃষ্টি এবং সেই সঙ্গে আকাশে মেঘও রয়েছে। সকালে রাজশাহী মহানগরীর রেলগেট, নিউ মার্কেট, সাহেব বাজারে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বেড়েছে। বৃষ্টি উপেক্ষা করে কর্মজীবী মানুষ বাইরে বের হয়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে রাস্তায় মানুষের চলাচল ও গাড়ি চলাচল ছিলো অনেক কম। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না।
বৃষ্টির পর আবারো রাজশাহীতে জেঁকে বসতে পারে শীত। গত সপ্তাহের শুরুর দিকে তীব্র শীতের পর মঙ্গলবার থেকে শীত কমে আসতে শুরু করে। তবে শুক্রবার সকাল থেকে টান বৃষ্টি হওয়ার কারণে আবারো শীত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছ।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, সকাল এগারোটা পর্যন্ত রাজশাহীতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৭ টার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভোররাত থেকে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হলেও তা খুবই সামন্য ছিল। তবে সকাল ৭ টা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, বৃষ্টিপাতের পরে তাপমাত্রা আরো কমতে পরে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ