বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১জন ঘটনাস্থলে নিহত ও গুরুতর আহত আরো ৩জনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মধ্যে মুখোমুখী সংঘর্ষে পথচারী, গাড়ির চালক ও যাত্রীসহ ৪জন নিহত হয়েছে। বড়দিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সার যাত্রী চাঁদপুর পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের কন্যা নুপুর আক্তার (১৮), সিএনজি অটোরিক্সার চালক ও পথচারী ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। তাদের ২জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এই দুর্ঘটনায় আরো ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- জান্নাত আক্তার পপি এবং অপরজন অজ্ঞাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।