Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের এয়ারপোর্ট রোডে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশা মেকানিকের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪১ পিএম

সিলেটে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেছে এক সিএনজি অটোরিকশা মেকানিকের। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এয়ারপোর্ট রোডের সিলেট ক্যাডেট কলেজ গেইটের সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান হাবিবুর রহমান হাবিব (৩০) নামের ওই যুবক। হাবিব সিলেটের এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার মংলিপার আবাসিক এলাকার মৃত মনতাজ আলির পূত্র। মারা যাওয়া হাবিব ছিলেন সিএনজি অটোরিকশার মেকানিক। লাশ ময়না তদন্তের জন্য বর্তমানে ওসমানী হাসপাতালে রয়েছে। এ ঘটনায় একই এলাকার হাবিব নামের আরেকজন গুরুতর আহত হন। বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির। পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের দিকে আসা একটি বেপরোয়া ট্রাক এয়ারপোর্ট থানার নয়াবাজারের দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়া। এসময় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান হাবিব। এসময় অটোরিকশা চালক হাবিব মিয়াও গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রেরণ করা হয় ওসমানী হাসপাতালে। দুর্ঘটনার পর সিলেট এয়ারপোর্ট রোড প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে এয়ারপোর্ট থানার একদল পুলিষ ঘটনাস্থরে এসে হাবিবের লাশ উদ্ধার করে এবং সড়ক অবরোধ তুলে দেয়। এদিকে, সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এখন (বৃহস্পতিবার দুপুর ১২টা) পর্যন্ত ঘাতক সে ট্রাকের হদিস পায়নি পুলিশ। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল জাকির বলেন, ঘটনাস্থলের আশপাশ এবং নগরীর আম্বরখানা এলাকার সিসি ক্যামেরাগুলোর ফুটেজ দেখে ট্রাকটি জব্দ এবং এর চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ