Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরেছেন ডলি জহুর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

প্রখ্যাত অভিনেত্রী ডলি জহুর বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতে থাকেন। সেখানে তার ছেলের কাছে থাকেন। মাঝে মাঝে দেশে ফিরেন। প্রায় দু’বছর পর সম্প্রতি তিনি দেশে এসেছেন। ডলি জহুর বলেন, ‘একমাত্র ছেলে, ছেলের দুই সন্তান আমার দুই নাতি-নাতনীকে রেখে আসতে কষ্ট হয়েছে। তারপরও ঢাকায় আসতে হয়েছে কিছু কাজ করার জন্য। তবে অনেকেই অভিনয় করার জন্য বলছেন। যোগাযোগও করছেন। তবে ভাল গল্প ও আমার উপযোগী চরিত্র পেলে অভিনয় করব। উল্লেখ্য, হুমায়ূন আহমেদ রচিত ‘এইসব দিন রাত্রি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আলোচনায় আসেন ডলি জহুর। তার অভিনীত প্রথম চলচ্চিত্র রহিম নেওয়াজ পরিচালিত ‘অসাধারণ’। ‘শঙ্খনীল কারাগার’ সিনেমায়অভিনয়ের জন্য শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি একই পুরস্কার লাভ করেন কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমনি’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’,‘ দীপু নাম্বার টু’,‘ রং নাম্বার’, ‘নিরন্তর’,‘ ঘানি’,‘ দারুচিনি দ্বীপ’ ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ