Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে আর অভিনয় করবেন না ডলি জহুর

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর এখন আর আগের মতো অভিনয় করেন না। নিতান্ত অনুরোধ রক্ষার্থে অভিনয় করেন। তাও হাতে গোনা। বর্তমানে তিনি একটি নাটকে অভিনয় করছেন। সম্প্রতি এর কাজ প্রায় শেষ করে এনেছেন। নাটকটির নাম ‘মেঘে ঢাকা শহর’। এছাড়া অভিনয় করছেন আরটিভির চলতি ধারাবাহিক নোয়াশালে। এর বাইরে আর কোনো নাটকে অভিনয় করছেন না। এখন তার বেশিরভাগ সময় কাটে বাসায়। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। বাসায় থেকে টিভি নাটকগুলো দেখার চেষ্টা করেন। এ সময়ের নাটক নিয়ে তিনি বলেন, যেহেতু খুব বেশি নাটক দেখি না তাই এটা নিয়ে বলতে চাই না। তবে আমার অভিনীত নোয়াশাল নাটকটির প্রতিটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করি। আর ঈদের কিছু নাটক দেখে বেশ ভালো লেগেছে। নতুন কিছু ছেলেমেয়ে তাদের মেধাকে কাজে লাগাচ্ছে। এরা আগামীতে আরো ভালো করবে। তবে আমি কিছুটা বিরক্ত হয়েছি বিজ্ঞাপনের কারণে। সে কারণে টিভির বদলে ইউটিউবেও কিছু নাটক দেখেছি। ডলি জহুর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তার অভিনীত সর্বশেষ ছবি এফ আই মানিক পরিচালিত দুই পৃথিবী। তিনি বলেন, ২০১২ সালে হজে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, দেশে ফিরে আর চলচ্চিত্রে অভিনয় করব না। তারপর থেকে আমি আর বড় পর্দায় অভিনয় করিনি। আর কাজ করব না। যে ক’দিন বাঁচি চলচ্চিত্র থেকে দূরে থাকব। ইন্ডাস্ট্রিটা আর আগের মতো নেই। কাজ, যোগ্যতা, অভিজ্ঞতার মূল্যায়ন বলতে কিছু দেখা যায় না। কয়জন সিনিয়র শিল্পী নিয়মিত কাজ করেন এখন চলচ্চিত্রে? সবাই সব নষ্ট করে দিয়ে কেবল ভাবে সিনেমা কেন চলে না? তিনি বলেন, জীবনের প্রাপ্তির হিসাব কষলে নিজেকে নিয়ে গর্ব হয়। কারণ কতশত চরিত্রে অভিনয় করেছি তার কোনো ঠিক নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যে কটা দিন বাঁচি এভাবেই সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।



 

Show all comments
  • Monir Hossain ৯ অক্টোবর, ২০১৬, ১১:১০ এএম says : 0
    very very thanks
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রে আর অভিনয় করবেন না ডলি জহুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ