প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র ও নাটকের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ দশ মাস অস্ট্রেলিয়া ছেলে রিয়াসাত, তার স্ত্রী ও তাদের একমাত্র কন্যা সন্তান রইসা আজিমের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেছেন। দীর্ঘ দশ মাস দেশে না থাকায় নানা ধরনের কাজও আটকে আছে। সেসব কাজই এখন শেষ করছেন তিনি। আবার গতকাল সকালে রাজধানীর স্কয়ার হাসাপাতালের ডাক্তার মির্জা নাজিম উদ্দিনের কাছে গিয়েছিলেন চেকাপের জন্য। এদিকে দেশে ফিরেই ভীষণ মন খারাপও ডলি জহুরের। কারণ দেশে ফিরেই তিনি জানতে পেরেছেন প্লে-ব্যাক সম্রাট এ্যান্ডু কিশোর ক্যান্সারে আক্রান্ত। এক সময় ডলি জহুরের স্বামী ও এ্যান্ডু কিশোর ব্যবসায়িক পার্টনার ছিলেন। তারচেয়েও বড় কথা হচ্ছে এ্যান্ডু কিশোর বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অহংকার। ডলি জহুর বলেন, ‘একজন মানুষ হিসেবে এ্যান্ডু কিশোর খুব ভালো মনের মানুষ। কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়েছে আমার। কারণ আমার স্বামীর ব্যবসায়িক পার্টনার ছিলেন তিনি। এমন একজন মানুষের এতো বড় একটি রোগের কথা শুনে ভীষণ মন খারাপ হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন। সবাই তার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়া যান ডলি জহুর। ১৯ ডিসেম্বর তিনি দাদী হয়েছেন। যাবার আগে তিনি মীর সাব্বিরের ‘নোয়াশাল’ ধারাবাহিক নাটকের কাজ শেষ করে যান। এছাড়াও তিনি আল হাজেনের ‘অলসপুর’ নাটকেরও শুটিং করেছিলেন। তবে দেশে ফেরার পর তিনি এখনো কোন নতুন কাজ শুরু করেননি। কবে নাগাদ শুরু হতে পারে তা বলতে পারেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।