Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে বাসের চাপায় ইজি বাইকের দুই যাত্রী নিহত, আহত-৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এরা হলো মো.বায়জীদ (১৪) ও মো.সেলিম তালুকদার (৪৭)। বুধবার সকাল সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ইজি বাইকে থাকা মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৫) গুরুতর আহত হয়। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি সকালে যাত্রী নিয়ে কলাপাড়ায় দিকে আসছিলো। এ সময় ঢাকা থেকে কুয়াাকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়।এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করে। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করেন। মৃত বাইজিদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইউনুচের ছেলে। সে দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যলয় চতুর্থ শ্রোণী ছাত্র ও মো.সেলিম তালুকদার ইউনিয়নের গামইরতলা গ্রামের তানজের আলী তালুকদারের ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ