Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেনে যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত : বাইডেন

কাতারকে ন্যাটো-বহির্ভূত মিত্র মনোনীত করবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায় খুঁজছে। তবে একইসাথে তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি। ওভাল অফিসে সোমবার তিনি আরো বলেন, আমরা আজ জাতিসংঘে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার হুমকির সম্পূর্ণ প্রকৃতি তুলে ধরেছি। একই সাথে আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশের মূল নীতিমালাও তুলে ধরেছি। বাইডেন বলেন, আমরা সঙ্কট সমাধানের সর্বোত্তম উপায় হিসেবে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়ে চলেছে, তাই যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বিবাদে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেন সীমান্তে মস্কোর সেনাসমাবেশ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ডাকে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, গত কয়েক দশকের মধ্যে ইউরোপের দেখা সবচেয়ে বড় সেনাসমাবেশ ঘটিয়েছে রাশিয়া। জবাবে রাশিয়ান দূত অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র ভীতি ছড়াচ্ছে আর রাশিয়ার বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ করছে। এদিকে ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, ক্রেমলিন ঘনিষ্ঠ ব্যক্তি ও ব্যবসার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণের আইন প্রস্তুত করা হচ্ছে। এছাড়া এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার অর্থ হবে ক্রেমলিন ঘনিষ্ঠ ব্যক্তিরা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনার পাশাপাশি ট্যাংক, কামান এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছে- এমন কোনও প্রমাণ নেই। এছাড়া সেনাসমাবেশ ঘটানো হয়েছে তাও নিশ্চিত করতে পারেনি জাতিসংঘ। অপর এক খবরে বলা হয়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি বলেছেন, শিগগিরই তিনি কাতারকে ন্যাটো-বহির্ভূত একটি মিত্র হিসেবে মনোনীত করবেন। এর মধ্য দিয়ে উত্তেজনায় ভরা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ বন্ধু হয়ে উঠবে কাতার। এমন সম্মানকে বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার ওভাল অফিসে কাতারের আমির সাক্ষাত করেন জো বাইডেনের সঙ্গে। এতে বাইডেন বলেন, কাতারকে এমন মনোনয়নের বিষয়ে তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে নোটিশ দেয়ার পরিকল্পনা নিয়েছেন। এই মর্যাদা দেয়া ন্যাটো-বহির্ভূত মিত্ররা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে কাজ করবে। সাক্ষাতের পর কাতারের আমিরকে পাশে রেখে বাইডেন সাংবাদিকদের বলেছেন, কাতার হলো একটি ভাল বন্ধু। নির্ভরযোগ্য এবং যোগ্য অংশীদার। আরও বলেন, কংগ্রেসকে আমি নোটিফাই করবো যে, কাতারকে ন্যাটো বহির্ভূত একটি মিত্র হিসেবে মনোনীত করেছি। এতে আমাদের সম্পর্কের গুরুত্ব প্রতিফলিত হবে। আমি মনে করি, এটা সুদূরপ্রসারী। উল্লেখ্য, বিশ্বে সবেচেয়ে বেশি তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী দেশ কাতার। যদি ইউক্রেন সংঘাত ইস্যুতে ইউরোপের জন্য গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় রাশিয়া, তাহলে এই সরবরাহ অন্যপথে করা হতে পারে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ