Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাও পাওলোয় ভয়াবহ বৃষ্টি, মৃত অন্তত ১৮

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১:৩৬ পিএম

রোববার থেকে দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে। অন্তত ৫০০ পরিবার গৃহহীন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বহুদিনের মধ্যে এমন বৃষ্টি দেখেনি ব্রাজিল। দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য সাও পাওলোয় বৃষ্টির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। বৃষ্টির ফলে জায়গায় জায়গায় ধস নেমেছে। নদী ভাসিয়ে দিয়েছে চারদিক। ভেঙেছে গাছ। সবমিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। ধস নেমে বাড়ি ভেঙে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আহত এখনো পর্যন্ত নয়। ৫০০ পরিবার গৃহহীন হয়ে আশ্রয়শিবিরে পৌঁছেছেন। মঙ্গলবার পর্যন্ত এমন বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

রোববার বিকেলে একটি হেলিকপ্টার নিয়ে সাও পাওলোর গভর্নর হোয়াও দোরিয়া অবস্থা খতিয়ে দেখেন। দুই দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র সাও পাওলোতেই ৪৬ মিলিয়ন মানুষ থাকেন। সাও পাওলো ব্রাজিলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। এর ১১টি মিউনিসিপ্যালিটির অবস্থা সবচেয়ে ভয়াবহ। রাস্তা বন্ধ থাকায় দুর্গত অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না। আরো কত মানুষ আটকে আছেন, এই পরিস্থিতিতে তা বোঝাও যাচ্ছে না।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। ফলে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। সূত্র: এপি, এএফপি, লুসা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ