বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইভিএম মেশিনের জটিলতা, মেশিন হ্যাঙ হয়ে যাওয়া এবং ভোটারের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি অনেকেই। ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন ভোটাররা। ৫৫ বছরের বেশি বয়সীদের আঙ্গুলের ছাপ মিলছে না বলে প্রিজাইজিং অফিসার জাহানপুর ইউনিয়নের দড়িকান্দি সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের কবির আহাম্মদ জানান।
সরেজমিনে মুরাদনগর উপজেলার জাহানপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে দেখা যায় এসব বাস্তব চিত্র।
বুথের পোলিং এজেন্টরাও হতাশের সাথে অভিযোগ করে জানান, সকাল ১০টা পর্যন্ত যতোটা ভোট হবার কথা ততোটা হয়নি। অনেকেই হাতের আঙ্গুলের ছাপ না মেলার কারণে ফিরে গেছেন। কয়েক দফা চেষ্টা করেও ভোট দেয়ানো সম্ভব হয়নি। এমন ব্যক্তির মধ্যে রয়েছে ৬০ বছর বয়সী মো: হারুন, ৮০ বছর বয়সী মো: শহীদ মিয়া ও রানীমুহুরী সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের ৭৪ বছর বয়সী হাজী আবদুল হক। দুপুরের পর তাদেরকে ভোট দিতে আসতে বলা হয়েছে সহকারি প্রিজাইজিং অফিসারের পক্ষ থেকে।
এদিকে, মুরশিদ মিয়া সরকার নামে এক ভোটার জানান, সকাল থেকে দুবার গিয়ে ভোট দিতে না পেরে ফিরে এসেছেন। ৯ বছর আগে তিনি সর্বশেষ ভোট দেন। গত সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার ভোট দেবার প্রত্যাশা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।