Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পূর্বদিক পত্রিকার প্রকাশকের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের মতবিনিময়

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১১:৩৮ এএম

সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক ও সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার বার্মিংহাম ইউকের পরিচালক হাফিজ সাব্বির আহমদের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক হাফিজ সাব্বির আহমদ।

এসময় বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাস, সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমদ, বাসস প্রতিনিধি সাদিক আহমদ, প্রথম আলোর প্রতিনিধি আকমল হোসেন নিপু, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, দেশপক্ষের সম্পাদক মৌসুফ চৌধুরী, মুক্তকথার সম্পাদক মামুনুর রশিদ মহসীন, বিটিভির প্রতিনিধি হাসানাত কামাল, পূর্বদিকের সম্পাদক মো. মুজাহিদ আহমদ, সহযোগি সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, যমুনা টিভির প্রতিনিধি আহমেদ আফরোজ, যুগান্তরের প্রতিনিধি হোসাইন আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সংবাদপত্র ভূমিকা পালন করে। হাফেজ সাব্বির আহমদ মাটি ও মানুষের কল্যাণে সাপ্তাহিক পূর্বদিক প্রকাশ করেছেন। এবং নিয়মিত এটি মানুষের কাছে পৌছে যাচ্ছে। দেশ সমাজ ও মানুষ উপকৃত হচ্ছে। বক্তারা সাপ্তাহিক পূর্বদিকের সফলতা কামনা করেন এবং প্রকাশকের প্রতি অনুরোধ করেন পত্রিকাটিকে দৈনিকে রূপান্তর করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ