Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে পাষন্ড স্বামী

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ৪:০৫ পিএম

নাটোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। এমনই ঘটনা ঘটেছে হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। শনিবার সকাল ১০টার দিকে স্ত্রী মিম আক্তার (২১) কে ছুরিকাঘাতে হত্যা করেছে তার পাষন্ড স্বামী রাজু। নিহত মিম আক্তার একই এলাকার আব্দুল মমিনের মেয়ে ও অভিযুক্ত রাজু প্রামানিক শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামানিকের ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানান, শনিবার সকালে এলাকারবাসীর খবরে পুলিশ ঘটনাস্থল সদর উপজেলার হালসা নিশ্চিন্তপুর এলাকার জনৈক মমিনের বাড়িতে যায়। সেখানে মমিনের মেয়ে মিম আক্তারকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে দ্রুত তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি জানা পুলিশ তদন্তপূর্বক অতি দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ