Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২৯ সন্তানের পিতা তিনি, লক্ষ্য ১৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সিনেমায় মাঝে মাঝে দেখা যায়, সন্তান না হলে স্পার্ম বা শুক্রাণুর দাতার মাধ্যমে সন্তান ধারণ করাতে। কিন্তু বাস্তবে সিনেমাকেও মানিয়েছেন ব্রিটেনে বসবাস করা ৬৬ বছর বয়সী ক্লাইভ জোন্স নামে এক ব্যক্তির। পেশায় সাবেক এই শিক্ষক শুক্রাণু দাতার কাজ করে ১২৯ সন্তানের বাবা হয়েছেন। শিগগিরই তার আরও ৯টি সন্তানের জন্ম হতে চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গত প্রায় ১০ বছর ধরে স্পার্ম ডোনেশনের কাজ করছেন তিনি। ক্লাইভের আরও ৯ সন্তান জন্ম নিলে তিনি মোট ১৩৮ সন্তানের জৈবিক বাবা হবেন। তবে তার লক্ষ্য ১৫০ সন্তানের বাবা হওয়া। এরপরই এ কাজ থেকে বিদায় নেবেন তিনি। তথ্য মতে, যারা স্পার্ম গ্রহণ করতে চান, তারা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের চাহিদা পূরণ করার কথা জানান। তবে অবাক করার বিষয় হলো, ক্লাইভ এই কাজের জন্য কোনো টাকা নেন না। ক্লাইভ বলছেন, প্রায় ১০ বছর আগে সংবাদপত্রে একটি নিবন্ধ পড়ে তিনি এই ধারণাটি পেয়েছিলেন। সন্তান ছাড়া মানুষকে কতটা মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় সেটি অনুভব করেই তিনি এই কাজে আসেন। মানুষের সংসার গুছিয়ে তিনি সুখ পান। অবশ্য ক্লাইভের এই কর্মকাÐে সতর্কতা জারি করেছে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি। প্রকৃতপক্ষে ক্লাইভ তার ভ্যান থেকে শুক্রাণু দানের কাজ চালান কিন্তু প্রশাসনের কঠোর নির্দেশ রয়েছে, যে সকল দাতা শুক্রাণু দানের কাজ করবেন, তারা শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে তা বিক্রি বা ক্রয় করতে পারবেন। ডেইলি মেইল, এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ