Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্পিতার ৩১ জীবন বীমার নমিনি পার্থ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অর্পিতার ৩১টি জীবন বিমার নমিনি পার্থ, বিশেষ আদালতে এই দাবি পেশ করে ইডির আইনজীবি তুলে ধরতে চাইলেন তাদের সর্ম্পকের কথা। তদন্তের স্বার্থে তাদের ফের ইডি হেফাজতে দেওয়া হোক। ইডির এই আবেদনে মান্যতা দিয়ে এখনই ছাড় পাচ্ছেন না তারা। বুধবার আদালত সাফ জানিয়ে দিলো, শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে আগামী ৫ আগস্ট পর্যন্ত ইডির হেফাজতে থাকবেন বরখাস্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এদিন দু’পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর ব্যাংকশাল আদালতে ইডির বিশেষ কোর্ট এই নির্দেশ দিয়েছে। ইডির বিশেষ আদলতে পেশ করার আগে সিজিও কমপ্লেক্স থেকে ফের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ ও অর্পিতাকে। এদিন সাংবাদিকদের সামনে মুখ খোলেননি পার্থ। কিছুটা বিধ্বস্ত দেখা যাচ্ছিল তাকে। মঙ্গলবার তার দিকে জুতো ছুড়ে মারার ঘটনার পর বাড়তি নিরাপত্তা ছিল হাসপাতাল চত্ত¡রে। তবে আদালতে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে মুখ খোলেন অর্পিতা। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ