Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মসজিদের ইমামদের জাতীয়করণের বিষয়টি বিবেচনায় আনা জরুরি

জাতীয় প্রেসক্লাবে এন আই খান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৭:১৯ পিএম

সরকারি কলেজ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জাতীয়করণের বিষয়টি বিবেচনায় আনা জরুরি হয়ে পড়েছে। ইমাম মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর নজরে আনতে পারলে তিনি অবশ্যই বিষয়টি বিবেচনায় নিবেন। বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় উন্নয়নে আমরাও অংশীদার চাকুরী জাতীয়করণ আমাদের ন্যায্য অধিকার এস.ডি.জি বাস্তাবয়নে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এন.আই) খান এসব কথা বলেন।

মদীনাতুল উলুম মডেল ইন্সটিটিউট বালক কামিল মাদরাসা’র প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মো. নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ এর খতীব শায়খুল হাদীস মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, কোরআনের আলো ফাউন্ডেশন মহাসচিব হাফেজ কারী মাওলানা মুহীউদ্দিন, আহছানিয়া ইনস্টিটিউট সহকারী অধ্যাপক মুফতি মাওলানা শাঈখ মুহাম্মদ উসমান গণি ও সোবহানবাগ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা লিয়াকত হোসেন, মানিকগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ মো. রমজান আলী, আওয়ামী লীগ সভাপতির সাবেক সহকারী একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন গভর্ণর প্রিন্সিপাল ড. মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী, মাওলানা রবিউল ইসলাম ও মাওলানা আব্দুল আলিম।

নজরুল ইসলাম (এন.আই) খান বলেন, বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের পথে রয়েছে। দীর্ঘমেয়াদী উন্নয়ন ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে হলে মসজিদের ইমাম খতিবদের আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জাতীয় উন্নয়নে মসজিদের ইমামগণের অবদান অতুলনীয়। নীতি, নৈতিকতা, মূল্যবোধ শিক্ষাসহ জাতির যেকোন ক্রান্তিকালে মসজিদের ইমামদের ভূমিকা অগ্রগণ্য। সামাজিক ও অর্থনৈতিক মূল্যায়নের দিক থেকে ইমাম মুয়াজ্জিনদেরকে স্বাবলম্বী করতে পারলে দেশ বহুদূর এগিয়ে যাবে। আর এ কাজটি করতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমাম

১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ