Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগরে অভিবাসী নৌকায় ঠান্ডায় জমে ৭ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৯:৫৫ এএম

লিবিয়া থেকে ভূমধ্যসাগরের দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে ঠান্ডায় সাতজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও।

তিনি বলেন, গতরাতে কোস্টগার্ডের সদস্যরা নৌকাটি ল্যাম্পেদুসার কাছে ল্যাম্পিওনের উপকূলে থেকে ১৮ মাইল (২৯ কিলোমিটার) দূরে দেখতে পান। তার কার্যালয় অবৈধ অভিবাসনের প্ররোচনা ও মানুষ হত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোর মার্তেল্লো নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকাটিতে ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

হাজার হাজার আশ্রয়প্রার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের প্রধান রুট ইতালিতে অভিবাসীদের নৌকা সাম্প্রতিক মাসগুলোতে বাড়তে দেখা গেছে।

সরকারি তথ্যমতে, এ বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ইতালির বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন।

সূত্র: রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ