মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সোমবার দুটি মিসাইল হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-প্যাট্রিয়ট। খবর আনাদোলুর। সউদী আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের শরিক দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র। আবুধাবির পাশেই রয়েছে মার্কিন সামরিকঘাঁটি। আমিরাতের আল-দাফরা বিমানঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্যাট্রিয়টের সাহায্যে হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপটেন বিল আরবার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। আল-দাফরা বিমানঘাঁটিতে ২ হাজার মার্কিন সেনাসদস্য রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সোমবার হুতি বিদ্রোহীরা আমিরাত ছাড়াও দক্ষিণ সউদী আরবে মিসাইল হামলা করেছে। সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আমিরাতি কর্তৃপক্ষ। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পুংখানুপুংখ এবং ব্যাপক প্রতিক্রিয়া ছাড়া এই হামলার ঘটনা ছেড়ে দেওয়া হবে না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। আমিরাতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এই সন্ত্রাসী হামলা এবং এই ধরনের নিষ্ঠুর অপরাধমূলক কর্মকাÐের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংযুক্ত আরব আমিরাতের রয়েছে।’ খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একাধিক হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে আমিরাতি কর্তৃপক্ষ। এ ইস্যুতে মিত্র সউদী আরবকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসেছে দেশটি। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের এক বিবৃতিতে ত্রিপাক্ষিক এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম বøুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ। হোয়াইট হাউস জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে ইরান-সমর্থিত যোদ্ধারা সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় বারের মতো হামলার পর যুক্তরাষ্ট্র এবং তার উপসাগরীয় মিত্ররা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জবাবদিহিতার আওতায় আনার উপায় নিয়ে আলোচনা করেছে। সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সংযুক্ত আরব আমিরাত এবং সউদী আরবের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন। বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে চলমান হুতি হামলা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব হামলার ফলে উভয় দেশেই বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। তিন দেশ কিভাবে হুতি বিদ্রোহীদের জবাবদিহিতার আওতায় আনতে চায়, সে ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি জানিয়েছে, সোমবার আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা পারস্য উপসাগরজুড়ে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আগে যেখানে আমিরাতি ভ‚খÐের কাছাকাছি এলাকাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হতো এখন সেখানে খোদ দেশটির রাজধানীকে টার্গেটে পরিণত করা হচ্ছে। সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার সময় আবু ধাবির আল-ধাফরা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা বাংকারে আশ্রয় নিয়ে তাদের নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল দিয়ে পাল্টা হামলা চালায়। বছরের পর বছর ধরে বিপজ্জনক প্রতিবেশীদের মধ্যেও নিজেকে একটি নিরাপদ বাঁক হিসেবে তুলে ধরেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে এ ধরনের হামলা নিঃসন্দেহে দেশটির ব্যবসাবান্ধব, পর্যটনকেন্দ্রিক ইমেজকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আল-আরাবিয়া,এপি, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।