মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানী সানাতে এ সমাবেশ থেকে বিদ্রোহীদের গঠিত গভর্নিং কাউন্সিলের প্রতি সমর্থন জানানো হয়। এদিকে সমাবেশ চলার সময়ও সউদি নেতৃত্বাধীন জোট বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সমাবেশে উপস্থিত সানাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হিশাম আল-ওমেইসি জানান, সমাবেশে উপস্থিতির সংখ্যা প্রায় এক লাখের মতো হবে। তিনি বলেন, সমাবেশ চলার সময় হঠাৎ আমাদের মাথার ওপর সউদি বিমানকে চক্কর দিতে দেখা যায়। আমরা মনে করেছিলাম, হয়ত চক্কর দিয়ে, সমাবেশে উপস্থিত মানুষদের ভয় দেখিয়ে চলে যাবে। কিন্তু কিছুক্ষণ পর আচমকা বিমানগুলো থেকে বোমা বর্ষণ শুরু হয়। হিশাম আরও বলেন, এতে মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। লোকজন চিৎকার শুরু করে...। কারণ সবাই ছিল সশস্ত্র। তারা একে-৪৭ রাইফেল দিয়ে গুলি শুরু করে, মেশিনগান আকাশের দিকে গোলা ছুড়তে শুরু করে। বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শহরের প্রেসিডেন্সিয়াল প্যালেস ও কয়েকটি এলাকায় সউদি নেতৃত্বাধীন জোট এ সময় বিমান হামলা চালিয়েছে। হতাহতের সংখ্যা জানা যায়নি। ইয়েমেনের মারেব প্রেস অনলাইন জানিয়েছে, আল-নাহডেইন পাহাড় থেকে জোটের বিমান উড়ে এসে প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমা বর্ষণ করে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সমর্থনে সউদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালাচ্ছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে। এপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।